ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ব্রোকারেজ হাউজগুলোয় রাজস্ব কমেছে

অর্থনীতি ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১১ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রোকারেজ হাউজগুলোয় রাজস্ব কমেছে

রাইজিংবিডি২৪.কম:

প্রধান বিরোধীদলসহ ১৮ দলীয় জোটের হরতালের কারণে যানবাহন চলাচল ব্যহত হওয়ায় অধিকাংশ বিনিয়োগকারী হাউজে উপস্থিত হতে পারেননি। ফলে হাউজগুলোতে স্বাভাবিক লেনদেন হচ্ছে না বলে জানা গেছে।

বিভিন্ন হাউজ ঘুরে আমাদের প্রতিনিধি জানান, হাউজগুলোতে প্রায় এক তৃতীয়াংশ বিনিয়োগকারী উপস্থিত হতে পারেননি। যান চলাচল স্বাভাবিক না থাকায় বিনিয়োগকারীরা দূর দুরান্ত থেকে আসতে পারেননি। ঢাকায় অবস্থানরত বিনিয়োগকারীরা নিরাপত্তা জনিত কারণে রাস্তায় বের হননি। এতে করে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। নিরাপত্তার কারণে ডিএসইর মূল ভবনের গেটে তালা লাগানো হয়েছে।

উপস্থিত হওয়া বিনিয়োগকারীরা বলেন, একে তো অকারণে শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। তার উপর রাজনৈতিক অস্থিরতা। এতে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরো আতঙ্কের মধ্যে রয়েছি। তারা আরো বলেন, বিরোধী দলের ডাকা হরতালের কারণে যাতায়েতের সুযোগ-সুবিধা কমে যাওয়ায় অনেকেই হাউজে উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় শেয়ারবাজারকে বাঁচাতে হলে বিরোধীদলগুলোকেও তাদের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের দাবি জানান বিনিয়োগকারীরা।

বিভিন্ন হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, হরতালের কারণে বিনিয়োগকারীদের উপস্থিতি প্রায় এক তৃতীয়াংশ কমেছে। তবে অনেকে ফোনে লেনদেন করছেন। নিরাপত্তা জনিত কারণ এবং যান চলাচল স্বাভাবিক না থাকায় বিনিয়োগকারীরা হাউজে উপস্থিত হতে পারেননি। আর বিনিয়োগকারীদের উপস্থিতি কম থাকায় লেনদেনও কম হচ্ছে বলে হাউজের কর্মকর্তারা জানান।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়