ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৩১ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

আগামী নির্বাচনে দুর্নীতিবাজ রাজনীতিকদের ভোট না দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে এ আহ্বান জানান তিনি।

গোলাম রহমান বলেন, দুর্নীতিপরায়ণ রাজনীতিকদের ত্যাগ করুন। এরা যেন তাদের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে না বসতে পারে সেদিকে জনগণকে খেয়াল রাখতে হবে। জনতার শক্তিই দুর্নীতি রুখবে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বিচারকদের কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এক বছরের মধ্যেই দুর্নীতি মামলার বিচার সম্পন্ন করতে হবে। প্রতি বছর যদি অন্তত একশ’ দুর্নীতিবাজ জেলে যান, তাহলে দুর্নীতি অনেকাংশে কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দুদক ৩১ ডিসেম্বর দিবসটি পালন করে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়