ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,

ক্ষতিগ্রস্তদের প্লট ও ফ্ল্যাট দেয়া হবে

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৩, ২ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষতিগ্রস্তদের প্লট ও ফ্ল্যাট দেয়া হবে

ঢাকা, ০২ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম):  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের প্লট ও ফ্ল্যাট বরাদ্দ নিশ্চিত করা হবে। 

তিনি আরো বলেন, এ প্রকল্প উদ্বোধনের ফলে  নান্দনিক সৌন্দর্য যেমন বেড়েছে তেমনি ঢাকাবাসী কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলার সুযোগ হয়েছে। এর ফলে রাজধানীর যানজট সমস্যারও কিছুটা হলেও সমাধান হবে।


বুধবার বেলা ১১টার পর আনুষ্ঠানিকভাবে বহুল কাঙিক্ষত হাতিরঝিল প্রকল্প উদ্বোধনের পর এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঢাকাবাসীর জন্য এ হাতিরঝিল প্রকল্প নববর্ষের প্রথম উপহার। ২০১৩ সালের শুরুতেই এ উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

সেনাবাহিনীর যেসব সদস্য, প্রকৌশলী ও সাধারণ শ্রমিকরা এটি তৈরির কাজে সহায়তা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছেন বলেই এতো বড় অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে।

এর আগে প্রকল্পের একটি নমুনা ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা প্রমুখ।

উদ্বোধন উপলক্ষে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়ে গোটা হাতিরঝিল এলাকাকে মনোরম সাজে সাজানো হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে রাজধানীতে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ।

 

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়