ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সিপিবি ও বাসদের `গণজাগরণ অভিযান`শুরু

সেন্ট্রাল ডেস্ক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৩ জানুয়ারি ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিপিবি ও বাসদের `গণজাগরণ অভিযান`শুরু

ঢাকা, ০৩ জানুয়ারি (রাইজিংবিডি টোয়েন্টিফোর ডটকম): বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দেশব্যাপী `গণজাগরণ অভিযান` কর্মসূচি শুরু করছে বৃহস্পতিবার ।

সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ গণজাগরণ অভিযান কর্মসূচি উদ্বোধন করা হবে।
 
১৫ দফা কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান চলবে ৮ জানুয়ারি পর্যন্ত। অভিযানকালে কেন্দ্রীয় নেতাদের পাঁচটি টিম দেশের পাঁচ প্রান্তের বিভিন্ন রুটে ৩০টি জনসভা, ৫০টি সমাবেশ, শতাধিক পথ ও পথপার্শ্ব সভায় যোগ দেবেন।

তেল-গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো এবং জোট- মহাজোট এর দ্বি-দলীয় বৃত্তের বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বান নিয়ে এ কর্মসূচি শুরু করছে তারা। আগামী ১৬ ফেব্রুয়ারি সিপিবি-বাসদ এর যৌথ উদ্যোগে ঢাকায় লাল পতাকার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
 
বুধবার মুক্তিভবনের প্রগতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। উপস্থিত ছিলেন হায়দার আকবর খান রনো, শুভ্রাংশ চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, জাহেদুল হক মিলু, আহসান হাবীব লাভলু, রাজেকুজ্জামান রতন প্রমুখ।
 
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “জোট-মহাজোটের মধ্যে ক্ষমতার হাতবদল হলেও মানুষের সংকটের নিরসন হচ্ছে না; বরং এ সংকট দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি সাম্রাজ্যবাদী আগ্রাসনও বেড়ে চলেছে। তাই আমরা গণজাগরণে কাজ করবো।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ। সিপিবি-বাসদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার আকবর খান রনো, শুভ্রাংশু চক্রবর্তী, আহসান হাবিব লাবলু, রাজেকুজ্জামান রতন, শামছুজ্জামান সেলিম প্রমুখ।

নেতারা বলেন, “দেশে আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক লুটেরা ধনিকশ্রেণির যে দ্বি-দলীয় রাজনৈতিক বলয় গড়ে উঠেছে তার বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক বলয় গড়ে তোলা হবে। এ বিকল্প বলয় গড়ে উঠতে পারে জোট-মহাজোটের বাইরে সব বাম-প্রগতিশীল, উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি গোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়