ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাথমিক-মাধ্যমিক

জানুয়ারি থেকে নতুন কারিকুলামে শিক্ষাক্রম চালু

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জানুয়ারি থেকে নতুন কারিকুলামে শিক্ষাক্রম চালু

ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাক্রম শুরু হচ্ছে।

আগামী ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে নতুন পাঠ্যক্রমভিত্তিক শিক্ষাকার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা হবে। এ লক্ষে শিক্ষাক্রম ২০১২কে ভিত্তি করে ১১১টি পাঠ্য পুস্তক প্রণয়ন করা হয়েছে।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য দেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এই কারিকুলাম অনুযায়ী মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৫০ নম্বররের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। 

তিনি বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের জীবনমূখী, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই শিক্ষাক্রম চালু করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষানীতি ২০১০ প্রণয়নের ভিত্তিতে যুগের চাহিদা পূরণে ২০১১ সালে নতুন শিক্ষা কার্যক্রম উন্নয়নের কাজ শুরু করা হয়। আজ থেকে ১৭ বছর আগে ১৯৯৫ সালে প্রণীত শিক্ষা কার্যক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের এবং মাধ্যমিক শিক্ষা সেক্টরের উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞরা জাতীয় শিক্ষাক্রম ২০১২ উন্নয়ন করেন। এতে ৯০টি বিষয় বিষয় ভিত্তিক শিক্ষাক্রম অন্তর্ভুক্ত করা হয়।”  

নতুন এই কারিকুলাম তৈরিতে দেশের ৫২৫ জন বিশেষজ্ঞ দীর্ঘ দিন শ্রম দিয়ে এটি করেছেন।

আগামী বছর এটি পরীক্ষা মূলক সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। ভুলভ্রান্তি থাকলে পরবর্তীতে সংশোধন করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক গোলাম মোস্তফা কামাল উদ্দিন, ফাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা গবেষণা ইস্টিটিউটের অধ্যাপক সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়