ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখ-ফারাহ’র ছবিকে জনের না!

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাহরুখ-ফারাহ’র ছবিকে জনের না!

রাইজিংবিডি২৪.কম:

বলিউড অভিনেতা জন আব্রাহাম সম্প্রতি শাহরুখ খানের একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু জন প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন।

ফারাহ খান পরিচালিত ছবিতে জনের অভিনয় না করার পেছনের কারণ হিসেবে জানা যায়। সিনেমাটিতে জন আব্রাহামকে ১৯৮১ সালে এনকাউন্টারে নিহত হওয়া মানইয়া সার্ভ নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল। আর চরিত্রটি পুরো সিনেমাটির অল্প কিছু অংশ জুড়ে ছিল। জন আব্রাহামের মতে চরিত্রটি তেমন শক্তিশালী নয়। তাই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন।

এ বিষয়ে জন আব্রাহাম আরও জানান, তার আপকামিং ছবি ‘রেস-২’র মত কেন্দ্রীয় চরিত্রে তাকে অভিনয় করতে বলা হলে তিনি করতেন। কারণ তিনি ‘রেস-২’ ছবির মত শক্তিশালী চরিত্রগুলোতে অভিনয় করতে পছন্দ করেন।

জানা গেছে, জন আব্রাহামের ছবিটিতে অভিনয়ে মানা করার পর শাহরুখ খান ও ফারাহ খান চরিত্রটির জন্য অন্য অভিনেতা খুঁজছেন।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়