ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অত্যাধুনকি সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করবে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অত্যাধুনকি সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করবে ডিএসই

ঢাকা: বাজার তদারকিতে আধুনিক ও হালনাগাদ সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন করতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ লক্ষে ডিএসই এবং সুইডেনের ট্রাপেটস এবি ও বাংলাদেশের সিআইবিএল টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএসইর প্রধান ভবনে এই চুক্তি সই হয়।
 
ডিএসইর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোশরফ এম. হোসেন, ট্রাপেটস-এর পক্ষে  চেয়ারম্যান গুনার ওয়েক্সজেল ও সিআইবিএল টেকনোলজি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন চুক্তি সই করনে।

এ সময় ডিএসইর রকিবুর রহমান, জেষ্ঠ্য সহ-সভাপতি আহমেদ রশিদ লালীসহ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় রকিবুর রহমান বলেন, ডিএসইর সার্ভিলেন্স ব্যবস্থা আরও আধুনিক করার লক্ষে আজ একটি চুক্তি সই হয়েছে। এই সফটওয়্যার স্থাপিত হলে বাজার তদারকি আরও জোরদার হবে। এর ফলে ডিএসইর সার্ভিলেন্স ব্যবস্থা আরও বেশি মানসম্পন্ন হব,ে আন্তর্জাতিক মানের হবে। আগামী আড়াই মাসের মধ্যে নতুন এই ‘স্টেট অব দ্য র্আট’ বা র্সবাধুনকি  মার্কেট সার্ভিলেন্স সফটওয়্যার’ চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গুনার ওয়েক্সজেল তার বক্তব্যে বলেন, সার্ভিলেন্স ব্যবস্থার মধ্যে এটি একটি র্সবাধুনিক সংস্করণ। ডিএসইর সঙ্গে কাজ করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) এএসএম খায়রুজ্জামান বলেন, এই হালফলি (স্টেট অব দ্য আর্ট) মার্কেট সার্ভিলেন্স সফটওয়্যারটি একটি অত্যাধুনিক সংষ্করণ। বিদ্যমান সফটওয়্যারের পাশাপাশি এই সফটওয়্যারটি বাজার তদারকিতে আরও বেশি গতিশীলতা আনবে বলেও মনে করেন তিনি।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়