ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়াহাবের জায়গায় রুম্মান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াহাবের জায়গায় রুম্মান

রুম্মান রইস

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে পুরোটা খেলতে পারেননি। ভারতের বিপক্ষে ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়ে শেষ হয়ে গেছে পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের চ্যাম্পিয়নস ট্রফি। তার বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি পেসার রুম্মান রইসকে।

ভারতের বিপক্ষে ৮.৪ ওভার বল করে ৮৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ওয়াহাব।

তার জায়গায় দলে আসা রুম্মান পাকিস্তানের হয়ে এখনো কোনো ওয়ানডে খেলেননি। খেলেছেন কেবল দুটি টি-টোয়েন্টি। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন ১৮ বছর বয়সি এই পেসার।

প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারা পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ হারলে পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশাও একরকম শেষ হয়ে যাবে।



রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়