ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধাওয়ান-রোহিতের রেকর্ড

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধাওয়ান-রোহিতের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩৮ রান করেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মা।

রোহিত শর্মা ৭৮ রানে আউট হলে এ জুটি ভাঙে। লাসিথ মালিঙ্গার বলে জুটি ভাঙার আগে একটি রেকর্ড নিজেদের নামে করে নেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। টানা তৃতীয় ইনিংসে শতরানের জুটির রেকর্ড গড়েন তারা। ওয়ানডেতে ভারতের হয়ে শতরানের হ্যাটট্রিক জুটি এর আগে একটিও হয়নি।

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার ওভালে ১৩৮ রান করার আগে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ১৩৬ রান করেছিলেন তারা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছরের ২৩ জানুয়ারি শেষ জুটি বেঁধেছিলেন। ৩৩১ রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১২৩ রান করেন দুই ব্যাটসম্যান।

 


এখন পর্যন্ত ওয়ানডেতে ৭৮ ম্যাচে জুটি বেঁধেছেন দুই তারকা ব্যাটসম্যান। ৭৮ ইনিংসে তাদের রান ৩২৮৩। শতরানের জুটি আছে ১০টি, হাফ-সেঞ্চুরি ১৮টি। চ্যাম্পিয়নস ট্রফিতেও তাদের রেকর্ড বেশ ঈর্ষনীয়। সাত ম্যাচের চারটিতেই একশ পেরিয়েছে তাদের জুটি।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন শেখর দাওয়ান। ৭৭ ইনিংসে দশম ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এ ওপেনার, ওয়ানডে ক্রিকেটে যা তৃতীয় দ্রুততম। কুইন্টন ডি কক ৫৫ ইনিংসে এবং হাশিম আমলা ৫৭ ইনিংসে দশম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়