ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীলঙ্কাকে ৩৩৯ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কাকে ৩৩৯ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কার্ডিফে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার ও শ্রীলঙ্কা।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৩৩৯ রান।

আজ দক্ষিণ আফ্রিকার যে আটজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের মধ্যে ডেভিড মিলার কেবল দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি (৫ রান)। বাকি সবাই রান পেয়েছেন।

তার মধ্যে অধিনায়ক ফাপ ডু প্লেসিস ৬৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৮৮ রান করেন। ৬১ বলে ৯ চারে ৬৫ রান করেন হাশিম আমলা। ফন দার ডুসেন ৪০ ও আন্দিলে ফেলুকওয়ে ৩৫ রান করেন।

উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও হাশিম আমলা ৪৭ রান করেন। এরপর আমলা ও ডু প্লেসিস মিলে দলীয় সংগ্রহকে ১৭৫ পর্যন্ত টেনে নেন। এই রানে ফিরে যান আমলা। একই রানে ডু প্লেসিসও ফিরেন সাজঘরে। ডেভিড মিলার এসেও বেশিক্ষণ টিককে পারেননি। ২১১ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

২২৮ রানের মাথায় ফন দার ডুসেনও ফিরেন। এরপর ছোট ছোট জুটিতে দলীয় সংগ্রহকে ৩৩৮ পর্যন্ত টেনে নেন জেপি ডুমিনি (২২), ফেলুকওয়ে (৩৫), প্রিটোরিয়াস (২৫*) ও ক্রিস মরিস (২৬*)।

বল হাতে শ্রীলঙ্কার সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ ২টি করে উইকেট নেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়