ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

ক্রীড়া ডেস্ক : এরই মধ্যে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন। বিরাট কোহলি পূর্বসূরির আরো একটি রেকর্ড ভাঙার প্রান্তে দাঁড়িয়ে আছেন।

বিশ্বকাপে বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলির ভারত। এই ম্যাচে ৫৭ রান করতে পারলেই ওয়ানডেতে ১১ হাজার রান পূর্ণ হবে কোহলির।

এই ম্যাচে কোহলি খেলবেন তার ২২২তম ইনিংস। তিনিই হবেন দ্রুততম ১১ হাজার রানের মালিক।

বর্তমানে রেকর্ডটা দখলে রাখা টেন্ডুলকার ১১ হাজার রান করতে খেলেছিলেন ২৭৬ ইনিংস। টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংসেই রেকর্ডটা ভাঙার অপেক্ষায় কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে না হলেও কোহলি যে শিগগিরই রেকর্ডটা ভাঙতে যাচ্ছেন, তা না বললেও চলছে।

এবারের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের কেউই এখনো হারেনি। নিউজিল্যান্ড জিতেছে প্রথম তিন ম্যাচেই। ভারত জিতেছে তাদের দুই ম্যাচ।

 


রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়