ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোহলির আরেকটি রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলির আরেকটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক : হাসান আলীকে ফাইন লেগ দিয়ে মারলেন টানা দুই চার। প্রথম চারে বিরাট কোহলি গড়লেন রেকর্ড।

ওই চারে ওয়ানডেতে ১০৯৯৯ থেকে ১১ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। এই ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার রান করলেন ভারত অধিনায়ক।

কোহলি ভেঙেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১১ হাজার রান করতে টেন্ডুলকারের লেগেছিল ২৭৬ ইনিংস। কোহলির লাগল মাত্র ২২২ ইনিংস।

মাইলফলক থেকে ৫৭ রান দূরে থেকে রোববার ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে খেলতে নেমেছিলেন কোহলি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ডানহাতি ব্যাটসম্যান ৬২ বলে ৭১ রানে অপরাজিত আছেন।

ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার, ৯ হাজার ও ১০ হাজার রানের রেকর্ডও কোহলির।

ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রান:

বিরাট কোহলি- ২২২ ইনিংস

শচীন টেন্ডুলকার-২৭৬ ইনিংস

রিকি পন্টিং- ২৮৬ ইনিংস

সৌরভ গাঙ্গুলি- ২৮৮ ইনিংস

জ্যাক ক্যালিস- ২৯৩ ইনিংস

 


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়