ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘অভিভাবক হিসেবে আমরা ওয়ালটনকে পেয়েছি’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অভিভাবক হিসেবে আমরা ওয়ালটনকে পেয়েছি’

ক্রীড়া প্রতিবেদক : চোখে মুখে বেশ উচ্ছ্বাস শাহরিয়ার আহমেদের। বড় কিছু পাওয়ার আনন্দে বেশ উৎফুল্ল ২৬ বছর বয়সি খেলোয়াড়।

ব্যাট-বলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন দীর্ঘদিন। কিন্তু মূল ক্রিকেটে সুযোগ হয়নি কখনো। হয়তো কখনো হবেও না! কিন্তু বধির ক্রিকেটে বাংলাদেশের সেরা শাহরিয়ার আহমেদ। বাংলাদেশ জাতীয় বধির দলের অধিনায়ক তিনি। দেশে এবং দেশের বাইরে খেলেছেন দীর্ঘদিন। কিন্তু কখনোই তার দলের পাশে পাননি কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে।

এবার তাকে ভিন্ন স্বাদ দিল ওয়ালটন গ্রুপ। তাইতো আনন্দে আত্মহারা শাহরিয়ারের দল। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন বধির টি-টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ ২০১৮’।

ওয়ালটন গ্রুপ প্রথম প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বধির ক্রিকেট দলের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ দলের লাল-সবুজ জার্সিতে শোভা পাচ্ছে ওয়ালটনের লোগো। সাকিব, মাশরাফিদের জার্সির আদলে তৈরি জার্সি পেয়ে পুরো বধিরদের দলই উচ্ছ্বসিত। তাইতো অধিনায়ক ওয়ালটন গ্রুপকে নিজের অন্তরের অন্তস্থল থেকে জানিয়েছেন শুভেচ্ছা।

 



অধিনায়ক শাহরিয়ার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি। কিন্তু কখনো কোনো স্পন্সর পাইনি। এবারই প্রথম কোনো স্পন্সর আমাদের দলের প্রতি আগ্রহ দেখিয়েছে। অভিভাবক হিসেবে আমরা ওয়ালটনকে পেয়েছি’।

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে আশাবাদী শাহরিয়ার,‘আমরা আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা চ্যাম্পিয়ন হবো আশা করছি। আমরা আগেও বাইরে খেলেছি, এবার দেশে খেলব। ক্রিকেট অনেক ব্যয়বহুল খেলা। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা আরো সাফল্য পাব বলে বিশ্বাস করি।’

১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ডাবল লিগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়