ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকার গঠন নিয়ে গভীর সংকটে ইতালি, রাষ্ট্রপতিকে অভিসংশনের দাবি

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকার গঠন নিয়ে গভীর সংকটে ইতালি, রাষ্ট্রপতিকে অভিসংশনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে সরকার গঠনে সব ধরনের আলোচনা চূড়ান্তভাব ব্যর্থ হয়েছে। এদিকে, সরকার গঠনে অর্থমন্ত্রীর পক্ষে ভোট দেওয়ার দেশটির প্রেসিডেন্টের অভিসংশন দাবি করেছে সবচেয়ে বড় রাজনৈতিক দল। ফলে দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।

ইতালির জনপ্রিয় ও সবচেয়ে বড় রাজনৈতিক দল ফাইভ স্টার পার্টির নেতা লুইগি দি মাইও জানিয়েছেন, সরকার গঠনের বিষয়ে প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার নিরপেক্ষ থাকার কথা। অথচ তিনি অর্থমন্ত্রীর পক্ষে ভোট দিয়েছেন। ফলে সাংবিধানিক সংকট তৈরি করেছেন তিনি।

এর আগে রোববার ইউরোপীয় ইউনিয়ন বিরোধী পাওলো সাভোনাকে প্রেসিডেন্ট মাতারেল্লা প্রত্যাখ্যান করলে সরকার গঠনের প্রধানমন্ত্রী মনোনীত জিউসেপ্পে কন্তের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

ফাইভ স্টার পার্টি ডানপন্থি লিগের সাথে সরকার গঠনের চেষ্টা করছিল।

গত মার্চে ইতালিতে জাতীয় নির্বাচন হয়। ওই নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে কোনো সরকার গঠিত হয়নি। অর্থাৎ সরকার ছাড়াই চলছে ইতালি।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী মনোনীত কন্তে পদত্যাগ করেছেন। সাময়িকভাবে তার স্থলাভিসিক্ত করতে প্রেসিডেন্ট মাতারেল্লা আইএমএফের সাবেক অর্থনীতিবিদ কারলো কোতারেল্লিকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তথ্য : বিবিসি ও আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়