ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্মার্টফোনের বাজারে আবারও শীর্ষে স্যামসাং

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্মার্টফোনের বাজারে আবারও শীর্ষে স্যামসাং

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্যামসাং গত বছরের মতো ২০১৮ সালের প্রথম প্রান্তিকেও বৈশ্বিক স্মার্টফোন মার্কেটের শীর্ষস্থান দখল করে রেখেছে।

বৈশ্বিক অনুসন্ধান এবং উপদেশক প্রতিষ্ঠান গার্টনারের রিপোর্ট অনুযায়ী, এ বছর স্যামসাং মার্কেটের ২০.৫ শতাংশ শেয়ার নিজেদের দখলে রেখেছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে স্যামসাং সারাবিশ্বে মোট ৭৮.৫৬৪ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে।

তালিকাটির শীর্ষে কোরিয়ান ব্র্যান্ড থাকলেও, চাইনিজ ব্র্যান্ডগুলো সম্মিলিতভাবে মার্কেটের ৭০ ভাগ অংশ নিজেদের দখলে রেখেছে। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে ২০১৭ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে ১.৩ শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। ফলে এ বছর এই ক্ষেত্রে উন্নয়ন লক্ষনীয়।

তালিকা অনুসারে স্যামসাংয়ের পরে যথাক্রমে অবস্থান করছে- অ্যাপল, হুয়াওয়ে, শাওমি এবং অপ্পো।



রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৮/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়