কথা রাখলেন শাহরুখ (ভিডিও)
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
শাহরুখ খান
বিনোদন ডেস্ক : গতকাল রাতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান।
কলকাতা শহর শাহরুখ খানের অনেক প্রিয়। এ কথা তিনি আগেও জানিয়েছেন। শাহরুখ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ভাষায় কথা বলার প্রতিজ্ঞা করেছিলেন জয়া বচ্চনের সঙ্গে। এ সময় শাহরুখ তার কথা রাখেন।
আগত অন্য অতিথিদের মতো উপস্থাপক যিশু সেনগুপ্ত শাহরুখকেও বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় ইংরেজি ভাষায় শাহরুখ বলেন, ‘জয়া আন্টিকে আমি কথা দিয়েছিলাম আজ (শনিবার) রাতে বাংলা ভাষায় কথা বলব।’
বক্তব্যের শুরুটা বাংলায় করলেও মাঝে তিনি ইংরেজিতেই কিছুক্ষণ কথা বলেন। তবে শেষ করেন বাংলাতেই। বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় তিনি বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত সম্মানিত অতিথি ও জুরি মেম্বারস। প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার নমস্কার। কলকাতায় আসবো কিন্তু বাংলায় কথা বলব না একি কখনো হয়?’ অনেকটা ভাঙা ভাঙা বাংলায় এসব কথা বলেন শাহরুখ। আর এতে উপস্থিত অতিথিরা হাত তালি আর উচ্ছ্বাসে ফেটে পড়েন।
তিনি ক্ষমাপ্রার্থনা করে আরো বলেন, ‘আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী বছর এর চেয়ে ভালোভাবে কথা বলব। এটা আসলে অনেকটা ক্রিকেট টিমের মতো। সবসময়ই পরবর্তীতে আমরা ভালো করি।’
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অমিতাভ বচ্চন, কাজল, পরীণীতি চোপড়া, সঞ্জয় দত্তসহ অনেকে।
দেখুন : শাহরুখের বক্তব্য
রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৬/শান্ত
রাইজিংবিডি.কম