ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পাঁচ হাজার ছাড়িয়েছে সূচক

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ হাজার ছাড়িয়েছে সূচক

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে।

 

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ হাজার ছাড়িয়েছে প্রধান মূল্যসূচক বা ডিএসইএক্স।

 

ডিএসইতে রোববারের মতো আজও মূল্যসূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। লেনদেনেও রয়েছে ঊর্ধ্বগতি। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ৪৪৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।

 

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩৪ পয়েন্টে।

 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়