ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনীর উদ্বোধন

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনীর উদ্বোধন

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের অটোমোবাইল কোম্পানিগুলোর যৌথ আয়োজনে উদ্বোধন করা হলো তিন দিনব্যাপী ইন্দো-বাংলা অটোমোটিভ প্রদর্শনীর।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রদর্শনী চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের প্রদর্শনীতে মোট ১৩টি অটোমোবাইল কোম্পানি অংশ নিয়েছে। এর মধ্যে টাটা মটরস ১১টি নতুন কমার্শিয়াল ভেহিক্যাল প্রদর্শন করছে। এ ছাড়া প্রদর্শনীতে অশোক লেল্যান্ড, উত্তরা, রানার, নিটল নিলয়, হিরো, টিভিএস, ইয়ামাহা, বাজাজ কোম্পানি অংশ নিয়েছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, অটোমোবাইল সেক্টর অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ও ভারত যৌথভাবে অটোমোবাইল বাণিজ্য সহযোগিতা আরো বাড়াতে পারে।

এ সময় ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, দি সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারসের প্রেসিডেন্ট বিনোদ কে দিশারী প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়