ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সূচক ও লেনদেনে সামান্য উত্থান

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচক ও লেনদেনে সামান্য উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন সূচক ও লেনদেনে সামান্য উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। লেনদেনেও সামান্য উত্থান হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৯ কোটি ১৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৫৩টির।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়