ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন ইউনূস’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন  ইউনূস’

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ড. ইউনূস হিলারির মাধ্যমে বিশ্বব্যাংককে প্রভাবিত করেছেন।

বুধবার রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ না করলে ১৫ সালেই পদ্মা সেতু সম্পন্ন হতো। তখন আমাদের জিডিপি আরো ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেত। আর দক্ষিণ এশিয়ার জিডিপি আরো ৩ শতাংশ বৃদ্ধি হতো।

যারা টকশো করে, আলোচনা করে, বিভ্রান্তি ছড়িয়ে  পদ্মা সেতুর বিরোধিতা করেছে তাদের ক্ষমা চাইতে হবে বলেও জানান মন্ত্রী।

আবাসন ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামী বাজেটে বাংলাদেশ ব্যাংকের জমাকৃত অর্থ আবাসন খাতে ব্যবহারে কনসালটেন্ট নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার ২২ জনকে প্রদান করা হয়েছে।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন, প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

 


রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়