ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এবার ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বললেন রিপাবলিকানরাই

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বললেন রিপাবলিকানরাই

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের টেলিফোনে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার নির্দেশে গোয়েন্দারা আড়ি পেতেছিল বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ  করেছেন মঙ্গলবার তা নাকচ করে দিয়েছে কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যরা।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিথ ম্যাককনেল জানিয়েছেন, ট্রাম্প টাওয়ারের ফোনে ওবামার আড়ি পাতার নির্দেশের যে অভিযোগ ট্রাম্প করেছেন তিনি তার কোনো ভিত্তি খুঁজে পাননি।

তিনি বলেন, ‘ গত বছর নির্বাচনী প্রচারণা অথবা রাশিয়ার বিষয়ে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দা কমিটি কাজ করছে এবং আমরা বিষয়টি তাদের ওপরই ছেড়ে দিয়েছি।’

সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ডেভিন নানসও ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ এই মুহূর্তে আমাদের কাছে এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই।’

ট্রাম্পের অনেক মন্তব্য আক্ষরিক অর্থে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট রাজনীতিতে নতুন। আমি মনে করি তিনি অনেক কিছুই বলেন যা আপনারা আক্ষরিক অর্থে ধরে ফেলেন। অনেক সময় তিনি কী করছেন তা দেখার জন্য তার সঙ্গে আইনজীবী থাকে না । প্রেসিডেন্টকে তার টুইটার বার্তার জন্য সমালোচনা করা উচিৎ নয় বলে আমি মনে করি।’

প্রসঙ্গত, শনিবার ট্রাম্প অভিযোগ করেছিলেন,  নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাততে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এফবিআই অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়