ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিমের আউট ‘মতিভ্রম’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের আউট ‘মতিভ্রম’

গল থেকে ক্রীড়া প্রতিবেদক : এ কি করলেন তামিম ইকবাল! আরও একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্য। ওভাবে কেউ রান আউট হয়?

শ্রীলঙ্কার উইকেটরক্ষক ডিকভেলার হাতে বল রেখে তামিম দিলেন ভোঁ দৌঁড়! ডিকভেলা কি হাতে বল নিয়ে বসে থাকবেন? দিলেন স্ট্যাম্প ভেঙে। সঙ্গে সঙ্গে লঙ্কান শিবিরে উল্লাস, বড় কিছু পাওয়ার আনন্দ। সত্যিই তাই রঙ্গনা হেরাথের দলের উল্লাস ছিল চোখে পড়ার মত। বিশেষ করে ডিকভেলার।

২৮ রানে তামিমকে জীবন দেওয়া ডিকাভেলা যেন তামিমকে ৫৭ রানে রান আউট করে হাঁফ ছেড়ে বাঁচলেন! পাশাপাশি দলকেও বাঁচালেন। লঙ্কানদের করা ৪৯৪ রানের জবাবে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে এল ১১৮ রান। ওই অবস্থায় একটা ব্রেক থ্রু খুব প্রয়োজন ছিল রঙ্গানা হেরাথদের। তামিম স্বাগতিক দলকে উপহার হিসেবে দিয়ে আসলেন নিজের উইকেট।

সেট হয়ে ওভাবে উইকেট ছেড়ে আসা দূর্ভাগ্যজনক হতে পারে না। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তামিমের রান আউটকে বলছেন,‘ব্রেইন ফেড’। বাংলায় এর অর্থ দাঁড়ায় মতিভ্রম। আরও সহজ বাংলায় বুদ্ধিনাশ। মতিভ্রম, মস্তিষ্কের জটিল সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ রোগের ফলে মানুষের স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায়। হাথুরুসিংহে জটিল অর্থে মতিভ্রমকে ব্যবহার করেননি! তবে দুই-তিন সেকেন্ডের জন্য কি সত্যিই মতিভ্রম হয়েছিল তামিমের?

লাকসান সানদাকানের বল লেগ সাইড দিয়ে বেরিয়ে উইকেটরক্ষক নিরেশান ডিকভেলার হাতে। ডিকভেলা প্রথমে কট বিহাইন্ডের আবেদন করলেন। সংবাদ সম্মেলনে ডিকভেলা জানালেন, কট বিহাইন্ড ও এলবিডাব্লিউর আবেদন করেছিলেন তিনি। তামিমকে বের হতে দেখে উইকেট ভেঙে দেন। তামিমের আউট নিয়ে তার ভাষ্য,‘ওর প্যাড ছুঁয়ে বল এসেছিল। আমি বল ভালোভাবেই তালুবন্দি করি। ও হয়ত ভেবেছে বল আমার থেকে বেরিয়ে গেছে এবং সে দৌড় দেওয়া শুরু করল। আমি স্ট্যাম্প থেকে বেল রিমুভ করি। রান আউট হলেও আমরা কট বিহাইন্ড এবং এলবিডাব্লিউর জন্য আবেদন করি।’

তামিমের আউট নিয়ে সংবাদ সম্মেলনে গুরু হাথুরুসিংহের ব্যাখ্যা,‘তার সঙ্গে আমার কথা হয়নি। সে সময়ে ব্রেইন ফেড হয়েছিল। সে হয়ত ভেবেছিল বল উইকেটরক্ষকের হাত থেকে বেরিয়ে গেছে। এজন্য দৌড় শুরু করেছিল। আমি শুধু একটা কথাই বলব,‘ব্রেইন ফেড।’’

শিষ্যর ইনিংস নিয়েও প্রশংসা করেছেন হাথুরুসিংহে,‘তামিমের আউটটা হতাশার। খুব ভালো ব্যাট করছিল ও। ও যেভাবে ইনিংসটি সাজাচ্ছিল তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে।’



রাইজিংবিডি/গল (শ্রীলঙ্কা)/৮ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়