ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বড়াইগ্রামে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড়াইগ্রামে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার (৪৬) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম (৪৩)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের নামে মামলা হয়। তখন তাদের গ্রেপ্তারও করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে তারা আবারো জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।  জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।




রাইজিংবিডি/নাটোর/১১ মার্চ ২০১৭/এম এম আরিফুল ইসলাম/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়