ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় শনিবার ‘৬ষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার’-এর আয়োজন করে।

ঢাকা ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ও দ্য ডেইলি স্টারের সহায়তায় রাজধানীর এক হোটেলে সেমিনারের আয়োজন করা হয়।

এ আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘ব্র্যান্ডিং ইন ডিজিটাল এজ’ বা ‘ডিজিটাল বা প্রযুক্তির এই যুগে ব্র্যান্ডিং’।

সেমিনারটির আয়োজনের লক্ষ্য ছিল শীর্ষ নির্বাহী, হেড অব মার্কেটিং বা বিপণন প্রধান, ব্র্যান্ড ম্যানেজার, এজেন্সি হেড, অপারেশন হেড, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের নেতাদের ডিজিটাল ট্রানজিশন বা প্রযুক্তিগত উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা। যাতে তারা বাংলাদেশকে ইতিবাচক উপায়ে বদলে দেওয়া নিত্যনতুন ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের সহপ্রতিষ্ঠাতা হারমাওয়ান কার্তাজায়া।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়