ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংবাদিকদের কলম বিরতি রোববার

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের কলম বিরতি রোববার

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজ বোর্ডের দাবিতে রোববার থেকে গণমাধ্যম কর্মীদের ৩ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি শুরু হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল গত ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে এই কর্মসূচি ঘোষণা করেন।

এ ছাড়া নবম ওয়েজ বোর্ডের দাবি, সংবাদপত্র ও গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে রোববার  সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হবে।

শনিবার ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক মতবিনিময় সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। ২১ মার্চের মধ্যে ওয়েজ বোর্ডের দাবি না মানলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি পালন করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়