ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাবির প্রাক্তন উপাচার্য এম এ রকীব মারা গেছেন

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির প্রাক্তন উপাচার্য এম এ রকীব  মারা গেছেন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য (১৯৮২-১৯৮৮) প্রফেসর ড. এম এ রকীব রোববার সকালে ঢাকার উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালনের আগে তিনি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা এবং ব্রিটেন ও পাকিস্তান বিমান বাহিনীতে অফিসার হিসেবে চাকরি করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পালন শেষে তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. এম এ রকীবের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।

তারা প্রফেসর রকীবের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



রাইজিংবিডি/রাবি/১৯ মার্চ ২০১৭/মেহেদী হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়