ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালু

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘনা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালু

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ব্যাংকিং ‘ট্যাপ অ্যান্ড পে’ সেবা চালু করল চতুর্থ প্রজন্মের ব্যাংক মেঘনা ব্যাংক লিমিটেড।

সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংকটির মোবাইল ব্যাংকিং এ কার্যক্রম অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

ব্যাংকটির এ মোবাইল সেবার মাধ্যমে কোনো শাখা ছাড়াই স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে টাকা সঞ্চয়, টাকা আদান প্রদান, মোবাইলে টাকা রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ থেকে শুরু করে যে কোনো জায়গায় সহজে কেনাকাটা করা যাবে।

মেঘনা ব্যাংকের ট্যাপ অ্যান্ড পে সেবা প্রিপেইড কার্ড সম্বলিত আত্যাধুনিক নিরাপদ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। এটি বাংলাদেশের প্রথম চিফ বেইজড এনএফসি কার্ড সম্বলিত মোবাইল ব্যাংকিং। যা গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে। 

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এম আশিকুর রহমান বলেন, মেঘনা ব্যাংকের এ মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রচলিত গতানুগতিক পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা। এর মাধ্যমে দেশের মোবাইল ব্যাংকিংয়ে নতুন মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কামরুল আহসানসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়