ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

এদিন শুরুতে অন্যান্য সব খাতে সেল প্রেসার থাকলেও ব্যাংক, আর্থিক এবং বীমা খাতের ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। শেষ পর্যন্ত ক্রয় চাপ অব্যাহত থেকে সূচকের উত্থান ঘটে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৭ শতাংশ লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ২৬৩ কোটি  টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৬৭ কোটি ৫৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৯৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট  কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪  পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৬৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৯৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/আশিক/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়