ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সপ্তাহের শেষ দিনে সূচকের পতন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সপ্তাহের শেষ দিনে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে।

এদিন শুরুতে উত্থান থাকলেও ১৬ মিনিট পর বিক্রয় চাপে কমতে থাকে সূচক। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। এই অবস্থা ছিল দিনের শেষ পর্যন্ত।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪৯ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/আশিক/হাসান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়