ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ব্যবসায়ীদের যেন আবার রাস্তায় নামতে না হয়’

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্যবসায়ীদের যেন আবার রাস্তায় নামতে না হয়’

অর্থনৈতিক প্রতিবেদক : ‘নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের যেন আবার রাস্তায় নামতে না হয়, সে বিষয়টা এনবিআরের ভেবে দেখা উচিত।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০১৭-১৮ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর  পরিচালক আবু নাসের এ মন্তব্য করেন।

আবু নাসের বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে ব্যাপক আলোচনা হলেও সমাধান হয়নি। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে দেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভ্যাট আইন বাস্তবায়নে আরো কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। ব্যবসায়ীদের যেন আবার রাস্তায় নামতে না হয়, সে বিষয়ে ভেবে দেখা উচিত। এবার রাস্তায় নামলে আমাদের করার কিছু থাকবে না।’

আজ হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউজ ও বিবিধ খাত সংশ্লিষ্ট সমিতির সাথে প্রাক-বাজেট আলোচনা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশন কর অবকাশ সুবিধার দাবি জানায়।

বেসরকারি পর্যায়ে নিরাপত্তা সেবা দ্রুত বিকাশের লক্ষ্যে আগামী অর্থবছর থেকে ২০২১ সাল পর্যন্ত আয়কর, করপোরেট কর, টার্নওভার, ভ্যাট মওকুফ করার দাবি করেন বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশনেরর সভাপতি মো. শাহ আলম সরকার।

তিনি বলেন, বর্তমানে শতাধিক বেসরকারি সিকিউরিটি কোম্পানি আছে। এ খাত বেকার সমস্যা নিরসনে বড় অবদান রাখছে। তাই এ খাতের বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে ওই খাতে কর অবকাশ সুবিধা দাবি করছি।

প্রতিযোগিতায় টিকে থাকাসহ উন্নত সেবার লক্ষ্যে ট্রাভেল এজেন্সির বাইরে থাকা সংস্থাকে ভ্যাটের আওতায় আনার দাবি জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টন্স অব বাংলাদেশের (আটাব) যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আরেফ। একই সঙ্গে আটাবের আওতায় বিক্রয়কৃত টিকিটের দামের ওপর ভ্যাট না নিয়ে কমিশনের ওপর ভ্যাট ধার্য করার দাবি জানান তিনি।

প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এনবিআর এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করবে। আপনাদের দেওয়া রাজস্ব যাতে সঠিকভাবে নিতে পারি তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

আলোচনায় সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়