ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সূচকের পতন, কমেছে লেনদেনও

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ২৭ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের পতন, কমেছে লেনদেনও

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের দুই স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে দৈনিক লেনদেনের পরিমাণও।

টানা তিন কার্যদিবস হাজার কোটির ওপরে লেনদেন হলেও আজ নেমে এসেছে ৭০০ কোটির ঘরে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় টানা দ্বিতীয় দিনের মতো পতনে বিরাজ করছে বাজার। এদিন শুরুতে উত্থান থাকলেও ৬ মিনিট পর সেল প্রেসারে টানা কমতে থাকে সূচক। শেষ দিকে দু-একবার ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও পতন ঠেকানো যায়নি।

সোমবার সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৬৩ কোটি ৭৩ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক  ৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৭১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৭/আশিক/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়