ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁজিবাজারে সাইবার নিরাপত্তায় কর্মশালা মঙ্গলবার

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজারে সাইবার নিরাপত্তায় কর্মশালা মঙ্গলবার

অর্থনৈতিক প্রতিবেদক : বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাইবার ক্রাইম একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকে ঘটেছে ইতিহাসজঘন্য হ্যাকিংয়ে রিজার্ভ চুরির ঘটনা। এ ধরনের ঝুঁকিতে পুঁজিবাজারেও রয়েছে। তাই সাইবার নিরাপত্তায় করণীয় নিয়ে কর্মশালা করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন জানায়, আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় কমিশনের নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

কর্মশালাটি ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকের আইটি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




রাইজিংবিডি/ঢাকা/৩ এপ্রিল ২০১৭/আশিক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়