ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তুংহাই নিটিংয়ের দর বাড়ার গোপন কারণ নেই

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুংহাই নিটিংয়ের দর বাড়ার গোপন কারণ নেই

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার পেছনে গোপন কোনো প্রকার কারণ নেই বলে পরিচালনা পর্ষদ জানিয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই গতকাল মঙ্গলবার নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি বলে, ‘কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে’।

বিশ্লেষণে দেখা যায়, গত ১০ এপ্রিল থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে গতকাল সর্বশেষ ১৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক বলে মনে করছে সিএসই কর্তৃপক্ষ।




রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৭/আশিক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়