ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টি২০ বিশ্বকাপ কুইজ ড্র’তে মোটরসাইকেল জিতলেন মিরপুরের সুমন

শাহ মতিন টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি২০ বিশ্বকাপ কুইজ ড্র’তে মোটরসাইকেল জিতলেন মিরপুরের সুমন

ওয়ালটন-সমকাল ও বেঙ্গল-সমকাল টি২০ বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠানে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিনসহ অন্যান্য অতিথি

নিজস্ব প্রতিবেদক : শনিবার সমকালে ফিরে এসেছিল গেল বছরের টি২০ বিশ্বকাপের স্মৃতি। ওয়ালটন-সমকাল ও বেঙ্গল-সমকাল টি২০ বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠান মুহূর্তের জন্য যেন ফিরিয়ে নিয়ে যায় সেই বিশ্বকাপে।


গেল বিশ্বকাপে কে প্রথম সেঞ্চুরি করেছিলেন? বাংলাদেশের পক্ষে প্রথম টি২০-তে কে এক হাজার রান পূরণ করেছেন? এদিন পাঠকদের পাঠানো সমকাল-ওয়ালটন ও সমকাল-বেঙ্গল কুইজের প্রশ্নগুলোর সঠিক উত্তরদাতাদের নির্বাচিত করা হয় এবং হাজার হাজার উত্তরদাতার মধ্য থেকে নির্বাচিত করা হয় ভাগ্যবান বিজয়ীদের।

ওয়ালটন সমকালের দ্বিতীয় পর্বের এই কুইজের প্রথম পুরস্কার ১০০ সিসি মোটরসাইকেল জিতে নেন মিরপুরের সুমন। এ ছাড়া বেঙ্গল গ্রুপের কুইজের প্রথম পুরস্কারটি জেতেন আবু বকর সিদ্দিকী।

সমকালের বোর্ডরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। বিশেষ অতিথি ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ন কবীর, বেঙ্গল অ্যাডহেসিভ অ্যান্ড কেমিক্যাল প্রডাক্টসের ন্যাশনাল সেলস ম্যানেজার আকিদুল ইসলাম ও প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ শাফিউল আজম। উপস্থিত ছিলেন সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, জিএম আবুল খায়ের চৌধুরী ও নগর সম্পাদক শাহেদ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, 'খেলাধুলার খবর আগে পত্রিকার প্রথম পাতায় খুব বেশি শিরোনাম হতো না। এখন ক্রিকেটে সাফল্য আসছে, আমরা বাংলাদেশের শততম টেস্ট জয়ের খবরটি সেদিন প্রথম পাতায় বিশেষভাবে ছাপিয়েছিলাম। আমরা চাই, আরও বেশি করে খেলার খবর উঠে আসুক শিরোনামে।'

তিনি কুইজে পৃষ্ঠপোষকতা করার জন্য বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ জানান।

সমকালের নির্বাহী পরিচালকও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'ওয়ালটন বরাবরই সমকালের সঙ্গে থেকেছে। আশা করছি ভবিষ্যতেও থাকবে। ক্রিকেট যেমন বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে, তেমনি ওয়ালটনও দেশের নাম উঁচু করেছে। বেঙ্গলকেও ধন্যবাদ আমাদের এই কুইজে পৃষ্ঠপোষকতা করার জন্য।'

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সমকালের জিএম আবুল খায়ের চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ভাগ্যবান বিজয়ীদের বাছাই করতে প্রথম বিজয়ীর নামটি তোলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

সমকালের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুসম্পর্কের কথা জানিয়ে জালাল ইউনুস বলেন, 'কুইজ বিজয়ীদের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আসতে পেরে ভালো লাগছে। সমকালে সবসময় ক্রিকেটের সঠিক খবরটি দিয়ে থাকে। সমকালের সব ধরনের খবরই আমরা গুরুত্বের সঙ্গে দেখে থাকি।'

ওয়ালটনের প্রতিনিধি হুমায়ন কবীরও জানান তার ভালো লাগার কথা। তিনি বলেন, 'সমকালের কুইজের সঙ্গে আমরা আগেও ছিলাম, আশা করছি ভবিষ্যতেও থাকব। ওয়ালটন ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলাধুলার পৃষ্ঠপোষক হয়েছে। ওয়ালটন দেশীয় পণ্য নিয়ে গর্ব করে, তেমনি ক্রিকেট নিয়েও আমাদের গর্ব রয়েছে।'

কুইজ বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে জিএম আবুল খায়ের জানান, খুব শিগগির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং এজন্য বিজয়ীদের সমকাল কার্যালয়ের বিজ্ঞাপন বিভাগে ডেপুটি ম্যানেজারের (মার্কেটিং) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

ওয়ালটন-সমকাল পুরস্কার বিজয়ী হলেন যারা :

প্রথম পর্ব

 

প্রথম পুরস্কার : শামীম মিয়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

 

দ্বিতীয় পুরস্কার : জসিম

তৃতীয় পুরস্কার : ফিরোজ আহমেদ

চতুর্থ পুরস্কার : ক) জসিম উদ্দিন, খ) ডলি আকতার, গ) আরাফাত হোসেন

পঞ্চম পুরস্কার : ক) বেলাল, খ) আল-আমিন

ষষ্ঠ পুরস্কার : ক) রাফি, খ)আরিফুল, গ) রুমি আক্তার, ঘ) জমিস উদ্দিন, ঙ) তানিয়া
 

দ্বিতীয় পর্ব

প্রথম পুরস্কার :সুমন, মিরপুর-১

দ্বিতীয় পুরস্কার :জামিরন বেগম

তৃতীয় পুরস্কার : তানজীলা

চতুর্থ পুরস্কার :ক) মহিউদ্দিন, খ) শফিক, গ) খোরশেদ আলম

পঞ্চম পুরস্কার :ক) মাইনুদ্দিন, খ) জসিম উদ্দিন

ষষ্ঠ পুরস্কার : ক) শাহরিয়ার, খ) ফজলুল হক, গ) মো. ইকবাল হোসেন, ঘ) শফিকুল আলম, ঙ) মো. বাদশা

সমকাল-বেঙ্গল কুইজ বিজয়ীদের তালিকা

প্রথম পুরস্কার : আবু বক্কর সিদ্দিক

দ্বিতীয় পুরস্কার : সাগর

তৃতীয় পুরস্কার : ক) সাদিকুন নাহার ঐশি, খ) ইফরান

চতুর্থ পুরস্কার : ক) আবদুল্লাহ আল মামুন, খ) নিগার সুলতানা

পঞ্চম পুরস্কার : ক) সজল দত্ত, খ) তাহসিন, গ) রোজালিয়া, ঘ) ফারিহা আহির, ঙ) দিলরুবা আক্তার




রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়