ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিএসআরের অর্থ হাওরের বন্যাদুর্গতদের দেওয়ার নির্দেশ

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিএসআরের অর্থ হাওরের বন্যাদুর্গতদের দেওয়ার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের হাওর অঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় ত্রাণ সামগ্রী ও সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। তফসিলভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের হাওর অঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ফসল, ঘরবাড়ি এবং গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত অঞ্চলের অসহায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

সার্কুলারে এ সংক্রান্ত ব্যয় সোশ্যাল প্রোজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের ডিজাস্টার ম্যানেজমেন্ট উপ-খাতে প্রদর্শন করারও পরামর্শ দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/আশরাফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়