ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুঁজিবাজারের ৫ কোম্পানির এজিএম আজ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ১১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজারের ৫ কোম্পানির এজিএম আজ

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো- সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড : বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড : এজিএম আজ বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জে কোম্পানির ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ওয়ান ব্যাংক লিমিটেড : বেলা সাড়ে ১১টায় রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২৩ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড : বেলা সাড়ে ১১টায় ঢাকা কযান্টনমেন্টে সেনা মালঞ্চে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।



রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়