ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চলতি অর্থবছরে জিডিপি হবে ৭.২৪ শতাংশ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৬, ১৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলতি অর্থবছরে জিডিপি হবে ৭.২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ হবে বলে আশা করছে সরকার।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রবৃদ্ধির এই হিসাব উত্থাপন করেছে।

রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মাথাপিছু আয় ১৬০২ ডলার। আগে ছিল ১৪৬০ ডলার। এটা আমাদের জন্য বিরাট অর্জন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটি সম্মীলিত প্রচেষ্টার ফল। সরকারের ধারাবাহিকতার কারণে এই ফল অর্জিত হয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মে ২০১৭/হাসিবুল/উজ্জল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়