ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগ তার কর্মীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে।

এর অংশ হিসেবে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ৫২টি সেশনে প্রায় দেড় হাজার কর্মীকে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণের আওতায় আনা হয়।



প্রশিক্ষণের পরবর্তী পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রধান এক্সিকিউটিভ ডিরেক্টর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান।

রোববার খিলগাঁওয়ে অবস্থিত ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যালয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের পক্ষ থেকে কর্মীদের প্রেরণা যোগাতে প্রশিক্ষণার্থীদের এই সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ওয়ালটন গ্রুপের সার্ভিস পয়েন্টের ব্রাঞ্চ ম্যানেজার, হিসাব স্টোর অ্যান্ড ইনভেন্টরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, রেফ্রিজারেটর এসি টেলিভিশন স্যালুলার ফোন, হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সার্ভিস এক্সপার্টরা।

প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল হিসেবে অংশগ্রহণকারীরা মতামত দেন, এর ফলে দ্রুততম সময়ে মানসম্মত সার্ভিস প্রদান  করা সম্ভব হচ্ছে। যা গ্রাহকদের মধ্যে ওয়ালটনের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে।

সনদ বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের মার্কেটিং মনিটরিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. এমদাদুল হক সরকার, গ্রুপের রেফ্রিজারেটর অ্যান্ড এসি (আর অ্যান্ড ডি) বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর তাপস কুমার মজুমদার, প্রোডাকশন বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আলমগীর আলম সরকার, গ্রুপের আইন বিভাগের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আনিসুর রহমান, পলিসি, এইচআরএম বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর খন্দকার শাহ্‌রিয়ার মোর্শেদ, ওয়ালটন গ্রুপের ফ্যাক্টরি থেকে ডাইনিং এর সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. সুলতান আহমেদ, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের শিহাব উদ্দীন, গ্রুপের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর কাজী মুস্তাফিজুর রহমান।



এ ছাড়া ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের হেড অব সার্ভিস সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর নেয়ামুল হক, পলিসি এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের প্রধান এস এম নাসির উদ্দীন, রেফ্রিজারটর অ্যান্ড এসি সার্ভিস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আনিসুর রহমান মল্লিক, মনিটরিং বিভাগের প্রধান অ্যাডিশনাল ডিরেক্টর শাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, ইঞ্জিন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস বিভাগের প্রধান অ্যাডিশনাল ডিরেক্টর সাঈদ আল ইমরান, টেলিভিশন সার্ভিস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সিনিয়র ডেপুটি ডিরেক্টর ব্রজ গোপাল কর্মকার, একাউন্টস বিভাগের প্রধান ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর সিরাজুল ইসলাম, পাবলিক রিলেশন বিভাগের প্রধান সিনিয়র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর রাজু আহমেদ ইবনে হাবিব, কমপ্ল্যায়েন্স বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট ডিরেক্টর সাগর দত্তসহ সকল বিভাগের প্রোডাক্ট কো-অর্ডিনেটর ও প্রশিক্ষনার্থীরা ‍উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষণকালীন সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আগত অতিথিদের কৃতজ্ঞতা হিসেবে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। অতিথিদের ক্রেস্ট প্রদান করেন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের হেড অব সার্ভিস নেয়ামুল হক এবং পলিসি এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের প্রধান এসএম নাসির উদ্দীন।

প্রসঙ্গত, অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার জনের মতো ছিলেন টেকনিক্যাল পারসন (সার্ভিস এক্সপার্ট)।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়