ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বাজেটে কোনো শৃঙ্খলা নেই’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাজেটে কোনো শৃঙ্খলা নেই’

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাজেটে কোনো শৃঙ্খলা নেই বলে মন্তব্য করেছেন প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।

শনিবার গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) উদ্যোগে ‘জাতীয়বাজেট ২০১৭-১৮ : শেষ মুহূর্তের ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আকবর আলি খান বলেন,  সংসদে বাজেট পাস নিছক আনুষ্ঠানিকতা। এতে জনমতের কোনো প্রতিফলন নেই।

বাজেট নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, বাজেট আলোচনায় সাংসদেরা মুক্তিযুদ্ধের শহীদ, জাতির পিতাসহ বিভিন্নজনের প্রশংসা করেই সময় পার করেন। বাজেট নিয়ে প্রকৃত কোনো আলোচনা করেন না। বাংলাদেশের বাজেটের মৌলিক পরিবর্তন প্রয়োজন।

অনুষ্ঠানে প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এত বড় বাজেটের যৌক্তিকতা কী? রপ্তানি ও প্রবাসী আয়ে শ্লথগতি চলছে। কাঁচামাল আমদানি কমলেও মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়ছে, এর মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিনা, খতিয়ে দেখা প্রয়োজন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্তন  চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ভ্যাট হার ১৫ শতাংশ রেখে স্তর ঠিক করা উচিত।

পিআরআই কার্যালয়ে এ আলোচনাটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।



রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়