ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুইয়ে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুইয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছন্নছাড়া ব্যাটিং। ১৮২ রান করেও পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আর সেটা বৃষ্টির কল্যাণে।

প্রথম ম্যাচে হার ও পরের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পিছিয়ে পড়েছিল টাইগাররা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে মাশরাফি বাহিনী। প্রথমে বোলিং ভেলকি। এরপর মাহমুদউল্লাহ-সাকিবের রেকর্ড রানের জুটি। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। টিকিয়ে রেখেছে সেমিফাইনালে যাওয়ার আশা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এমন অসাধারণ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে তারা হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে।

আজ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচে নির্ধারণ হবে পরবর্তী কোন দল বিদায় নিতে যাচ্ছে। আর কোন দল যাচ্ছে সেমিফাইনালে।




রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়