ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং, দর কমে শাইনপুকুর

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফু-ওয়াং, দর কমে শাইনপুকুর

অর্থনৈতিক প্রতিবেদক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আর, দর কমার তালিকার শীর্ষে অবস্থান করছে শাইনপুকুর সিরামিক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।

আলোচ্য সপ্তাহে ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ার দর ৩২ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৬২ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১০৮ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে রূপালি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলসের ২২ দশমিক ১১ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ১৯ দশমিক ৮৯ শতাংশ, দি পেনিনসুলা চিটাগাংয়ের ১৯ দশমিক ৭৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১৯ দশমিক ৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮ দশমিক ৮৮ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ১৭ দশমিক ৩০ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৯৯ শতাংশ ও বিডি অটোকারসের ১৫ দশমিক ৭৬ শতাংশ দর বেড়েছে।

এদিকে আলোচ্য সপ্তাহে শাইনপুকুর সিরামিকের শেয়ারের দর কমেছে ১০ দশমিক ০৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৬১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর কমে যাওয়া অপর কোম্পানিগুলোর মধ্যে–বিডিকম অনলাইনের ৮ দশমিক ৯৭ শতাংশ, বিচ হ্যাচারির ৮ দশমিক ৮৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৩১ শতাংশ, ইমাম বাটনের ৪ দশমিক ৭৩ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৫২ শতাংশ, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংয়ের ৩ দশমিক ৯৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩ দশমিক ৮০ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩ দশমিক ৬৪ শতাংশ ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৩ দশমিক ১২ শতাংশ দর কমেছে।


 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৭/আশিক/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়