ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আয় বাড়াতে সহযোগী প্রতিষ্ঠান করছে প্রভাতী ইন্স্যুরেন্স

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয় বাড়াতে সহযোগী প্রতিষ্ঠান করছে প্রভাতী ইন্স্যুরেন্স

অর্থনৈতিক প্রতিবেদক: প্রভাতী এএমসি লিমিটেড নামে একটি সহযোগী প্রতিষ্ঠান করতে যাচ্ছে বেসরকারি খাতের প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে কোম্পানিটির পুঁজিবাজারে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে পুঁজিবাজারে যেতে চায় প্রভাতী ইন্স্যুরেন্স।

এ বিষয়ে কোম্পানি সচিব জাহিদুল ইসলাম বলেন, বিমা কোম্পানিগুলোর আয়ের জায়গা কমে আসছে। বিশেষ করে সুদ হার কমায় সমস্যা প্রকট হচ্ছে। কোম্পানির আয় বাড়াতেই বিভিন্ন বিষয় চিন্তা করছি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলেই আমরা পুঁজিবাজারে কার্যক্রম শুরু করতে চাই।

তিনি বলেন, প্রভাতী এএমসি লিমিটেড মূল প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা তথা বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেলেই কেবল এই কোম্পানি কার্যক্রম শুরু করতে পারবে।

প্রসঙ্গত, বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৩৪ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ২১ দশমিক ৬৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৭/আশরাফ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়