ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাঁচ উপজেলায় ব্যাংক বন্ধ বৃহস্পতিবার

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১২ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাঁচ উপজেলায় ব্যাংক বন্ধ বৃহস্পতিবার

অর্থনৈতিক প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের চারটি জেলার ৫টি উপজেলায় বাণিজ্যিক ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংক বন্ধ রাখার এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল, টাঙ্গাইল জেলার সদর ও মুধপুর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৭/আশরাফ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়