ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেইডেন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে রাজা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেইডেন সেঞ্চুরি থেকে ৩ রান দূরে রাজা

জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিকান্দার রাজা

ক্রীড়া ডেস্ক : সিকান্দার রাজা বাট। পাকিস্তানে জন্ম নেওয়া জিম্বাবুইয়ান ক্রিকেটার। ২০০৭ সাল থেকে তিনি জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট খেলেন। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ২০১৩ সালে জিম্বাবুয়ে জাতীয় দলে স্থান পান। সে বছর মে মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। একই বছর সেপ্টেম্বরে নিজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে তার টেস্টে অভিষেক হয়। অভিষেকের পর কলম্বো টেস্টের আগ পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছেন তিনি। রান করেছেন ৩৮৯টি। টেস্টে ৪টি হাফ সেঞ্চুরি থাকলেও কোনো সেঞ্চুরি নেই এই ব্যাটসম্যানের।

তবে এবার সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। নিজের ক্যারিয়ারের সপ্তম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৭ রানে অপরাজিত আছেন। নিজের ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে আছেন তিনি। ১৫৮ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কার মাধ্যমে ৯৭ রান করেছেন তিনি। 

এরপর তৃতীয় দিন শেষ হয়ে যায়। নতুবা আজই হয়ে যেতে পারত তার প্রথম সেঞ্চুরিটি। ৯৭ রান নিয়ে হোটেলে ফিরেছেন তিনি। রাতে কী ঘুমাতে পারবেন? হয়তো পারবেন না। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি বলে কথা।

এর আগে টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৮২। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই রান করেছিলেন তিনি। 



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়