ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবির পার্ট টাইম শিক্ষক হলেন অমিতাভ রেজা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির পার্ট টাইম শিক্ষক হলেন অমিতাভ রেজা

নিজস্ব প্রতিবেদক : নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগ।

সোমবার বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা সাময়িকভাবে এমন অনেককেই নিয়োগ দিয়ে থাকি। তিনি ফিল্ম ডিরেকশন কোর্সের ক্লাস নেবেন।

এ বিষয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করে অমিতাভ রেজা ফেসবুক ওয়ালে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার হয় নাই, কিন্তু ‘ফিল্ম এবং টেলিভিশন’ বিভাগে ছেলে-মেয়েদের আমার সতেরো বছরের কাজের অভিজ্ঞতার কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি সেটাই যথেষ্ট হবে। আসলে সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।

অমিতাভ রেজা চৌধুরী নিজের পরিচালনায় প্রথম ছবি ‘আয়নাবাজি’ মুক্তির পর চলচ্চিত্র পরিচালক হিসেবে ব্যাপক প্রশংসা পান। ‘আয়নাবাজি’ ছবির পর অমিতাভ রেজা ‘রিকশা গার্ল’ নামে নতুন একটি ছবি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর উপন্যাস ‘রিকশা গার্ল’ অবলম্বনে তিনি এ ছবি নির্মাণ করবেন। উপন্যাসটির ছায়া অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ।




রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৭/ইয়ামিন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়