ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিম্নমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২৩ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিম্নমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে।

আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, এদিন শুরু থেকেই বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা যায়। তবে সকালে সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমতে থাকে। দিন শেষে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৪৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ১৫৮ কোটি ৬৬ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৬৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ২৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯০৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুলাই ২০১৭/আশিক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়