ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পতন কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩১ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পতন কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার

অর্থনৈতিক প্রতিবেদক : গত কয়েক দিনের ধারাবাহিক পতন কাটিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজার উত্থানে ফিরেছে। এদিন দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। দর বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ১ হাজার ১৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ৫৬৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে ৬০১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে নতুন রেকর্ড করলো ডিএসই। আজ ডিএসইর ব্রড ইনডেক্স ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। যা ডিএসইর সর্বোচ্চ। এর আগে গত ১৬ এপ্রিল, ২০১৭ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স  ছিল  ৫ হাজার ৮৪৪ পয়েন্ট।

ডিএসইতে এদিন মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৪৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।




রাইজিংবিডি/ঢাকা/৩১ জুলাই ২০১৭/আশিক/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়