ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা পারভীন

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৪, ৯ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা পারভীন

নিজস্ব প্রতিবেদক, যশোর : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭-তে যশোর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমা পারভীন। বর্তমানে তিনি হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।

১৯৯৫ সালে তিনি চাকরিতে যোগদান করেন। দীর্ঘদিন তিনি বাঘারপাড়া উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও আনন্দদায়ক করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নে তিনি ভূমিকা রাখেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশের উন্নয়ন হয়েছে।

উল্লেখ্য, নাজমা পারভীন বাঘারপাড়ার সদুল্যাপুর গ্রামের প্রয়াত মো. আব্দুর রাজ্জাকের কন্যা এবং বিএডিসির সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের স্ত্রী।




রাইজিংবিডি/যশোর/৯ আগস্ট ২০১৭/বি এম ফারুক/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়