ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দাবি না মানলে ২২ আগস্ট থেকে অটোরিকশা ধর্মঘট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দাবি না মানলে ২২ আগস্ট থেকে অটোরিকশা ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক :  ঢাকা মহানগরীর অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবি না মানলে আগমী ২২ আগস্ট থেকে মহানগরীতে লাগাতার অটোরিকশা ধর্মঘট পালন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, 'ঢাকা মহানগরে চলাচলরত সিএনজি অটোরিকশা সেক্টরে বিরাজমান নৈরাজ্য দূরকরণ ও যাত্রী সাধারণের পরিবহন সেবার মান উন্নয়নে সরকার ২০০৭ সালে ঢাকায় থ্রি-হুইলার লাইসেন্সধারীদের অতিরিক্ত ৫ হাজার সিএনজি অটোরিকশা বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করে।  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রনালয়ে ২০১৩ সালের ১৩ মার্চ অনুষ্ঠিত সভায় লিভ টু আপিল প্রত্যাহার সাপেক্ষে চেয়ারম্যান, বিআরটিএ সকল প্রকার বিধান অনুসরণ করে এক থেকে দেড় মাসের মধ্যে ওই অটোরিকশা বিতরণের ব্যবস্থা করার কথা বলা হলেও আজও তা করা হয়নি।’ 

তারা অবিলম্বে পার্কিং বোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তারা বলেন,'গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নিবন্ধনকৃত মিটারিহীন সিএনজি চালিত অটোরিকশা বেআইনিভাবে ঢাকায় চলাচল বন্ধসহ অটোরিকশা শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি  জানান। অন্যথায় ২২ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ঢাকা মহানগরীতে লাগাতার অটোরিকশা ধর্মঘট চলবে।’

সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব মোহাম্মাদ হানিফ খোকন, সদস্য মজিবুর রহমান মাস্টার, আজার আলী, মো. রমজান আলী প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৭/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়