ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্যার্তদের জন্য নভোএয়ারের সহায়তা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৩ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যার্তদের জন্য নভোএয়ারের সহায়তা

নিজস্ব প্রতিবেদক : বন্যাকবলিত কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় জরুরি ওষুধ বিতরণ করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার বন্যার্তদের জন্য পৃথক পৃথকভাবে দুই জেলার সিভিল সার্জনদের কাছে ওষুধ হস্তান্তর করেন নভোএয়ারের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং ও সেলস) এ কে এম মাহফুজুল আলম এবং এয়ারপোর্ট অপারেশন ও কাস্টমার সার্ভিসের ম্যানেজার এ আর এম সাদাত। বন্যাদূর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসার অংশ হিসাবে খাবার স্যালাইন, বিভিন্ন পানিবাহিত রোগের ওষুধ প্রদান করা হয়েছে।

এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, সিভিল সার্জন অফিস ও নভোএয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়